Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রেলওয়ের বার্ষিক ক্রীড়া শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রামের পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ রেলওয়ের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: মোফাজ্জেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক কাজী মো: রফিকুল আলম, রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি সৈয়দ ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক আবদুল জলিল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারের প্রতিযোগিতায় আট দলের ১২০ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- পার্বতীপুর, পাকশি, লালমনিরহাট, হেড কোয়ার্টার পূর্ব, হেড কোয়ার্টার পশ্চিম, ঢাকা, চট্টগ্রাম ও পাহাড়তলী। আজ প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন রেলমন্ত্রী মো: নূরুরুল ইসলাম সুজন. এমপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ