Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভেনেজুয়েলা ছাড়ছেন মার্কিন কূটনীতিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দূতাবাস ছেড়ে চলে যেতে শুরু করেছেন মার্কিন কূটনীতিকরা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মার্কিন কূটনীতিকরা দেশে ফিরছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় পুলিশ প্রহরায় কূটনীতিকদের গাড়িবহর বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী। তাছাড়া, স্যোশাল মিডিয়াতেও একটি ভিডিওতে ওই একই গাড়িবহরকে দূতাবাস ছাড়তে দেখা গেছে। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো গত বুধবার নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর যুক্তরাষ্ট্র তৎক্ষণাত তাকে স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ হন মাদুরো। জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ