Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝরে গেছে ৪৫ সহস্রাধিক প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের নতুন পরিসংখ্যান দিয়ে বলেছেন, এ সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহতের এ সংখ্যা আগের অনুমানকেও ছাড়িয়ে গেছে। ঘানি এর আগে গতবছর নভেম্বরে ২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। এবারের পরিসংখ্যানটি ঘানি তুলে ধরেছেন সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ভাষণে। তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট হওয়ার পর (২০১৪) থেকে... আফগান নিরাপত্তা বাহিনী ৪৫,০০০ এর বেশি সদস্য খোয়ানোর মধ্য দিয়ে চরম আত্মত্যাগ করেছে।” তিনি বলেন, “বিদেশি সেনা নিহতের সংখ্যা ৭২ জনেরও কম। এতেই বোঝা যায় লড়াইটা আসলে কারা লড়ছে।” খবরে বলা হয়, ২০১৪ সালে বেশিরভাগ বিদেশি সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকে রেকর্ডসংখ্যক আফগান পুলিশ এবং সেনা নিহত হয়েছে। দু’দিন আগেই আফগানিস্তানে একটি সেনা ঘাঁটিতে তালেবানের এক বিপর্যয়কর হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ঘানি এ বাহিনীতে প্রাণহানির ওই হিসাব দিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ