Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪টি যৌন সংক্রান্ত অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড দুইটি ধর্ষণচেষ্টা এবং নয়টি যৌন নিপীড়নসহ ১৪টি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে স্কটল্যান্ডের প্রসিকিউটিং অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম ‘স্কাই নিউজ’। তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগের দুইটি হলো অশ্লীল মন্তব্য এবং একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করা সংক্রান্ত। গ্রেপ্তারের পর পুলিশ স্যালমন্ডকে এডিনবার্গ শেরিফ কোর্টে হাজির করে। আদালতকে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অপরাধগুলোতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে, সেগুলোর কোনোটিতেই আমার সম্পৃক্ততা নেই। আমি সম্পূর্ণ নিরপরাধ। তিনি বলেন, একটা কথা বলতে চাই যে আমি এসব অভিযোগ সম্পূর্ণভাবে খন্ডন এবং আদালতের কাছে আমার পক্ষে যুক্তি উপস্থাপন করবো। স্কটল্যান্ডের আদালত ব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা আছে আমার। এর আগে এক বিবৃতিতে পুলিশ স্কটল্যান্ড জানায়, আমরা নিশ্চিত করতে চাই যে ৬৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও সরকারি অভিশংসকের কাছে পাঠানো হয়েছে। আদালতের বাইরে স্যালমন্ড সাংবাদিকদেরকে জানান, তিনি বুধবার একটি পুলিশ স্টেশনে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার শর্তে তাকে ছাড়া হয়। তাই এদিন তিনি আদলতে হাজির হয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ