Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলিতে কাস্টমস ডে পালিত

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ৪:১০ পিএম

“নিরবচ্ছিন্ন বাণিজ্য, যাতায়াত ও পরিবহণ ব্যবস্থার জন্য স্মার্ট সীমান্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিলি স্থলবন্দরে র‌্যালী, আলোচনাসভা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে “আন্তর্জাতিক কাস্টমস দিবস” ।

দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় পানামা হিলি পোর্টের অভ্যন্তরে কাস্টমস অফিসের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির শুভ-সূচনা করেন হিলি কাস্টমসের যুগ্ম কমিশনার মীর আব্দুল্লাহ আল-সাদাত।

হিলি কাস্টমস অফিস চত্বর থেকে একটি র‌্যালী হিলি স্থল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কাস্টমস অফিসে এসে শেষ হয়।

পরে হিলি চেকপোস্ট শূন্য রেখায় বাংলাদেশ হিলি কাস্টমস এর পক্ষ থেকে ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের ফুল ও মিষ্টি দিয়ে “আন্তর্জাতিক কাস্টমস দিবস” এর শুভেচ্ছা জানানো হয়। এসময় বিজিবি ও বিএসএফকেও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান ওই কাস্টমস কর্মকর্তারা।

পরে সহকারী রাজস্ব কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় পানামা পোর্টের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস কর্মকর্তা ছাড়াও বন্দরের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাস্টমস ডে

২৬ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ