Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম ওয়েজ বোর্ডের বিষয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১:৫৬ পিএম

সংবাদ কর্মীদের নবম ওয়েজ বোর্ডের বিষয়ে যত দ্রুত সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিষয়টি একেবারে সহজ নয়, জটিল কিছু বিষয় আছে। একদিকের সমাধান করলে হবে না, সব পক্ষকে নিয়ে বসতে হবে। এরপর সাংবাদিক নেতাদের সঙ্গে বসা হবে।

আজ শনিবার বেলা পৌনে ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ