পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংবাদ কর্মীদের বেতন-ভাতা বাড়াতে নবম ওয়েজবোর্ড নিয়ে বৈঠকে বসেছেন সাত মন্ত্রী। আজ শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উপস্থিত কমিটির অন্য সদস্যরা হলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ন, তথ্যমন্ত্রী ড. মো. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। কমিটির বাকি সদস্যরা উপস্থিত হবেন বলে জানা গেছে।
নতুন সরকারের মন্ত্রীসভা গঠন হওয়ায় নবম ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রীসভার আগের কমিটি পুনর্গঠন করা হয়। নবম ওয়েজবোর্ড সুপারিশ পর্যালোচনায় গঠন করা হয় সাত সদস্যের এ কমিটি। আর গঠন হওয়ার পর তারা প্রথম সভা করছেন আজ।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে কমিটির প্রধান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ে কমিটির প্রথম সভা হয়। সভায় সংবাদকর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড, ২০১৮’-এর সুপারিশ পর্যালোচনা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের কথা বলবেন বলে জানান তথ্য সচিব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।