Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসে চড়ে সাভার গেলেন মন্ত্রীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ২:৩৬ পিএম

নবগঠিত মন্ত্রীপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পরদিন মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। এর পর তারা বাসে চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রীসভা গঠন থেকেই চমক দেখিয়ে যাচ্ছেন। তারিই ধারাবাহিকতায় চিরায়ত ঐতিহ্য ভেঙে এবারই প্রথম মন্ত্রীপরিষদের সদস্যরা একসঙ্গে বাসযোগে কোথাও গেলেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করলেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে দেয়া হয়।


এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।



 

Show all comments
  • jack ali ৮ জানুয়ারি, ২০১৯, ২:৪৫ পিএম says : 0
    Next time they will ride donkey----so that we can save the world from global warming---
    Total Reply(0) Reply
  • Mohammad Maniruzzaman ৮ জানুয়ারি, ২০১৯, ২:৫২ পিএম says : 0
    এরশাদ সাইকেলে অফিস গিয়েছিলেন । পরের কাহিণী সবার জানা । তাদের বাসে যেতে হবেনা । রাস্তা বন্ধ না করলেই চলবে ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ