Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে আসুন গঠনমূলক আলোচনা করুন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

 

কৃষিমন্ত্রী ড. মো, আব্দুর রাজ্জাক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। বিগত দশ বছরের উন্নয়ন কর্মকাÐ দেখে দেশের জনগণ বিশ্বাস করছে যে শেখ হাসিনার সরকারই জনগণের স্বপ্নপুরণের জন্য। বিএনপি জোটের নির্বচিত এমপিদের উচিত হবে সংসদে এসে গঠনমূলক সমালোচনার মাধ্যমে জনগণের পক্ষে মতামত দিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে।
গতকাল শুক্রবার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কৃষিমন্ত্রী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার জোট আগুন সন্ত্রাসের মাধ্যমে ১৫০ জনকে পুড়িয়ে মেরেছে। আসন্ন উপজেলা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। বিএনপি ও তার জোট নির্বাচনে আসলো কি আসলো না কিছু আসে যায় না, তবে নির্বাচন নিয়ে কোন অশুভ চিন্তা ভাবনার পরিকল্পনা থাকলে তা কোন দিন সম্ভব হবে না।
তিনি বলেন, বাংলার মাটিতে বিএনপি ও তার জোটদের কোন সন্ত্রাশী কর্মকান্ড দেশ প্রেমিক প্রশাসন কিছুতে হতে দিবে না। ক্ষমতায় থেকে দুর্নীতি ও সন্ত্রাসের কারণে আজ বিএনপি রাজনৈতিক দেউলিয়া। এখন তাদের উচিত হবে আগামী উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাতারে এসে দাড়িছে। অন্যথায় সন্ত্রাসী দল হিসেবে তারা জনগণ দ্বারা দেশ থেকে বিদায় নিতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনের পরে এখন খাদ্য নিরাপত্তা ও পুষ্টির বিধান প্রধান লক্ষ্য। খামার যান্ত্রিকীকরণ, কৃষকদের সচেতনতার মাধ্যমে শিক্ষিত করে কৃষির উন্নয়ন সাধন করতে হবে। কৃষিকে বানিজ্যিককরণ ও লাভজনক করা হবে এবং কৃষি এবং কৃষক হবে ভদ্র পেশা, কৃষক হবে ভদ্র শ্রেনীর অর্ন্তভুক্ত। কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচিত হয়ে দেশ স্বাধীন করেছে, ক্ষুধামুক্ত করে, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ন হয়েছে। উন্নত বাংলাদেশের পথে এড়িয়ে চলছে, জঙ্গিবাদ মুক্ত হয়েছে। সকল জাতি ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা নিরাপদ ও পুষ্টিমান সমৃব্ধ খাদ্য উপহার দিয়ে যেতে চাই।
নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ বদিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, এমপি জোয়াহেরুল ইসলাম।

 



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২৬ জানুয়ারি, ২০১৯, ৪:২০ এএম says : 0
    কি যে বলেন আর কি যে কহেন? আপনাদের ভোট চুরির কারণে জাতি আজ কলংকিত। আমি আপনাকে চেলেঞ্জ দিলাম আপনারা ভোট চুরেরা পদত্যাগ করিয়া বেরিয়ে যান। তাঁহারা সংসদে যাবেন, আর আপনারা বেরিয়ে গেলে জাতি এবং সংসদ হইবেন কলংক মূক্ত।ইনশাআল্লাহ। তখন দেখিবেন দেশের উন্নতি। ইনশাআল্লাহ। আপনাদের মতো মিত্যাবাদী খোনী গুমি ভোট চুর লগি বৈঠা বিশ্ববাসী আর দেখন নাই। এখন আপনাদের উপর গজবের, আল্লাহ তা'আলার গজবের পালা আমাদের দেখিবার পালা। মিত্যাবাদীরা নিকৃষ্ট আল্লাহ তা'আলার ঘৃণিত আপনারা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদ

১৬ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩
৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ