নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্প্যানিশ কোপা দেল রের শেষ আটের প্রথম লেগে জিরোনাকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে লিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক সার্জিও রামোস। একটি করে গোল করেন ভাসকেজ ও করিম বেনজেমা। সফরকারী দলের হয়ে একটি করে গোল শোধ দেন লোজানো ও গ্রানেল নগু।
এদিনও পানেনকা শট নিয়ে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্র বিন্দুতে আসেন রামোস। স্প্যানিশ ডিফেন্ডারের জোড়া গোলের প্রথমটি ছিল পেনাল্টি থেকে পাওয়া। এ নিয়ে মৌসুমে সাতটি পেনাল্টি শট নিয়েছেন রামোস, সাতটিই সফল। এর মধ্যে চারটি আবার এসেছে পানেনকা শট থেকে। শট নেয়ার সময় গোলরক্ষক যে কোন এক দিকে ঝাপিয়ে পড়ে। এই সুযোগে চিপ শটে গোলরক্ষক বরাবর বল জালে পাঠিয়ে প্রথম আলোচনায় আসেন আন্তেনিও পানেনকা। তার নাম অনুসারেই এই শটের নামকরণ। এরপর এই শট নিয়েছেন অনেকেই। লিওনেল মেসির নামও আছে এই কাতারে। তবে সম্প্রতি বেশিই এই শট নিতে দেখা যাচ্ছে রামোসকে। পানেনকা নিজেও গত বছর বলেন, ‘অনুকরণের (শট) দিক থেকে রামোসই সেরা। বলটা সে-ই সবচেয়ে ভালো চিপ করতে পারে।’
আগামী বৃহস্পতিবার জিরোনার মাঠে ফিরতি পর্ব খেলতে যাবে রিয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।