Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না বিএনপি: হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ৬:৪৩ পিএম

নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না বিএনপি: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের পরে আসন্ন উপজেলা নির্বাচনেও পরাজয়ের ভয়ে বিএনপি অংশগ্রহণ করার সাহস পাচ্ছে না।
আজ দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার উপ-কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, কে নির্বাচনে অংশ নিবে, কে নিবে না, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রকৃতপক্ষে তাদের আত্মহননের মতো সিদ্ধান্ত ছিল। আগামী উপজেলা নির্বাচনেও যদি তারা অংশগ্রহণ না করে তাহলে সেটিও ২০১৪ সালের মতো আত্মহননের মতো সিদ্ধান্ত হবে। তবে নির্বাচন কারও জন্যে থেমে থাকবে না।
বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিবে এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, বিএনপির নির্বাচন নিয়ে বক্তব্য সব সময় নাচতে না জানলে উঠান বাঁকার মতো। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির যে ধ্বস নামানো পরাজয় হয়েছে, এরপর তারা আসলে নির্বাচনে যাওয়ার সাহসই পাচ্ছে না। এটিই হচ্ছে মূল বিষয়।
আগামী ২২ ফেব্রুয়ারি জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এ উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীতে জায়গা প্রাপ্তি সাপেক্ষে দু’দিন ব্যাপী বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করবো। এছাড়া ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির পক্ষ থেকে দেশে বিদেশের বরেণ্য লেখকদের বক্তব্য সম্বলিত একটি প্রকাশনা বের করার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, জাতির জনকের স্বপ্ন পূরণে জাতির জনকের কন্যা শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১, ভিশন ২০৪১ বাস্তবায়নে আমরা তরুণ প্রজন্মকে আমাদের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে, এপ্রিল মাসে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হবে।
এছাড়া প্রচার কমিটিকে আবারও পুনর্গঠিত করে বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক ছাত্রনেতা সুজাতুর রহমান, সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান এবং সালাউদ্দিন রিপনকে প্রচার উপ-কমিটির সদস্য করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।



 

Show all comments
  • মাহবুব ২৫ জানুয়ারি, ২০১৯, ৭:১৫ পিএম says : 1
    উনি হাচাই কইছেন, বিএনপির নির্বাচনে যাবার সাহস নেই। কারন অবৈধ অস্ত্রধারী লীগ এবং সরকারী পেটুয়া বাহিনী পুলিশ র‍্যাব মিলে বিরোধী মতের উপর যেভাবে অত্যাচার চালায় তাতে মনে হয় দেশে অসাংবিধানিক বাকশাল কায়েম হবার বাকি কিছু নেই।
    Total Reply(0) Reply
  • Nahid hasan ২৫ জানুয়ারি, ২০১৯, ৮:৪৯ পিএম says : 1
    মন্ত্রী সাহেব আপনার কথাটি ১০০% সত্য,আর নিরপেক্ষ নির্বাচনে যাওয়ার আপনাদের তো সাহস নেই কারন বিএনপি ভয় করে লীগ বাহিনী,সরকারি পেটুয়া বাহিনী আর আপনারা ভয় করেন জনগণের নিজস্ব মনোভাবকে,সত্যিকার অর্থে জনগণ আপনাদেরকে ঘৃণা করে
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২৫ জানুয়ারি, ২০১৯, ১০:৪৩ পিএম says : 0
    আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ এখানে যেসব কথা বিএনপিকে নিয়ে বলেছেন সবই বাস্তবতার উপর বলেছেন, ওনার কথাগুলোই বিএনপির প্রকৃত অবস্থা তাই আমরা ওনার কথার সাথে একমত পোষন করছি। আমরা ওনার নেয়া কর্মসূচিকেও পূর্ণ সমর্থন জানিয়ে ওনার কর্মসূচির সফলতা কামনা করছি। আমিন
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ২৫ জানুয়ারি, ২০১৯, ১১:০৩ পিএম says : 0
    এখানে পাকিস্তানিদের দোসরেরা বইয়ের ভাষায় মন্তব্য করে থাকেন এবং বর্তমান সরকারের কঠিন সমালোচনা করে পাকিস্তানিদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে আসছে, যেমনটা তারা করেছিল ’৭১ সালে পরবর্তীতে ’৭৫ সাল থেকে ২৮ বছর তাদের শাসন আমলে। কিন্তু কিতাবি উপদেশ আর বাস্তবতা যে এক হয়না এটা ওনারা ভুলে গিয়ে কিতাবকে সামনে এনে বিভ্রান্ত করে থাকেন। যেমন ধরুন সন্ত্রাসীদেরকে উপদেশ দিয়ে কাবু করা যায়না এটাই বাস্তবতা কাজেই এক্ষেত্রে কোরআনে বলেছে ‘কাটা দিয়ে কাটা তুলতে হবে’ আলাহর এই বানীর কথা বিশ্লেষন করলে আমরা দেখতে পাই এখানে বলা হয়েছে সন্ত্রাসীদেরকে কুবকাত করতে হবে সন্ত্রাসীদের দিয়ে। কাজেই আমাদের বিজ্ঞ মন্তব্যকারীদেরকে এদিকেও খেয়াল রেখেই মন্তব্য করতে হবে এটাই নিয়ম। তবে এই যে সন্ত্রাসী দিয়ে সন্ত্রাসীকে কাবু করা... এই কাবু করার জন্যে সন্ত্রাসী কারা?? এরা হচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনারাই করবেন সন্ত্রাসীদেরকে কাবু... যেমন মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযোদ্ধারা দেশে সন্ত্রাস সৃষ্টি করেই পাকি জান্তাদেরকে ভীত করতে সক্ষম হয়েছিলাম মহান আল্লাহ্‌র সাহায্য ও সহযোগিতায় তাই পাকিরা ভয়ে যুদ্ধ না করেই আত্মসমর্পণ করেছিল এটা সারা বিশ্ব দেখেছে। এখনও সেই একই কায়দায় পুলিশবাহিনী পাকিদের দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রতিহত করেছে আল্লাহ্‌র সাহায্য ও সহযোগিতায় এটাই সত্য। কাজেই এই দমন নীতির বিষয়ে কেতাবী ভাষায় বড় বড় কথা বলে লাভ নেই কারন যখনই বাস্তবতা সামনে আসে তখনই বুদ্ধিমানেরা এসব কথা কানে নিবেন না...... আল্লাহ্‌ আমাদেরকে আল্লাহ্‌র হেকমত ও আল্লাহ্‌র কর্মকাণ্ড জানার ও বুঝার জ্ঞান দান করুন সাথে সাথে সেই জ্ঞান মতে পথ চলার শক্তি দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ