Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দর‌্যালি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প একনেকে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নেত্রকোনায় আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা আইইডি’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ গতকাল বৃহস্পতিবার এই আনন্দ র‌্যালীর আয়োজন করে।

র‌্যালিটি সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার মোড়ে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ করে। সেখানে নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম, জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জনউদ্যোগের ফেলো প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, দিলওয়ার খান, আলপনা বেগম, সুজাদুল ইসলাম ফারাস, কামাল হোসাইন, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আরিফুল ইসলাম রিপন ও প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দর‌্যালি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ