প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রে এখন ইতিহাসের সবচেয়ে মন্দাবস্থা চলছে। সিনেমা হিট হওয়া দূরে থাক, লগ্নিকৃত পুঁজিই উঠে আসছে না। এখন এমন অবস্থা চলছে যে প্রযোজকরা সিনেমা প্রতি ১০-১৫ লাখ টাকা ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট প্রকাশ করেন। সান্ত¡না পান এই ভেবে, খুব বেশি তো লস হয়নি। চলচ্চিত্র ব্যবসা এখন এমন অবস্থার মধ্যদিয়েই চলছে। আবার দেখা যাচ্ছে, কোনো কোনো সিনেমা মুক্তির সপ্তাহ পার না হতেই দর্শক না পাওয়াতে সিনেমা হল থেকে নামিয়ে দেয়া হয়। তার বদলে পুরনো হিট সিনেমা প্রদর্শন করা হয়। গত ৬ মে মুক্তি পেয়েছিল অনন্য মামুন পরিচালিত ও আরিফিন শুভ-তিশা জুটি অভিনীত অস্তিত্ব নামে সিনেমাটি। সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সপ্তাহের মাঝখানে ৫টি সিনেমা হল থেকে নামিয়ে দেয়া হয়েছে। লক্ষীপুরের হ্যাপি সিনেমা হল, কুমিল্লার মধুমতি এবং ফেনীর দুলাল সিনেমা হল থেকে সিনেমাটি নামিয়ে দেয়ার পর আরো দুটি সিনেমা হল থেকে নামিয়ে দেয়া হয়েছে বলে বুকিং এজেন্টরা জানিয়েছে। সিনেমাটি কোনোভাবেই দর্শক আকর্ষণ করতে পারেনি। ফলে বাধ্য হয়েই হল মালিকরা সপ্তাহের মাঝপথে সিনেমাটি নামিয়ে দেয়। অন্য যেসব সিনেমা হলে এটি চলছে, সেগুলো অনেকটা দর্শকশূন্য অবস্থায় চালাচ্ছে। কোনো কোনো হলে চার-পাঁচ জন দর্শক নিয়েও চালাচ্ছে। এদিকে অস্তিত্ব সিনেমাটির পোস্টার নকল ও গল্প নকলেরও অভিযোগ ইতোমধ্যে উঠেছে। এর ফলে হল মালিকরাও সিনেমাটি চালাতে অনাগ্রহী হয়ে পড়ছে। হল থেকে সিনেমা নামিয়ে দেয়ার এ প্রবণতা চলচ্চিত্রের জন্য যে চরম দুঃসংবাদ তাতে সন্দেহ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।