Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপীবাগ অটোরিকশা স্ট্যান্ডে তিন দিনের ওয়াজ মাহফিল শুক্রবার শুরু

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ সংলগ্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ৩দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকর আগামীকাল শুক্রবার শুরু হবে। গোপীবাগ মোড় সিএনজি অটোরিকশা স্ট্যান্ড কমিটি এ মাহফিলের আয়োজন করেছে। প্রতিদিন বাদ আসর থেকে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি ও শেষ দিন আখেরী মোনাজাত পরিচালনা করবেন রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। প্রথম দিন ওয়াজ করবেন মতিঝিলের জামিয়া দারুল উলুমের মাও. শেখ ফরিদ, বঙ্গভবন ৪ নং গেট স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতীব মাও. মুহাম্মদ মাসউদুর রহমান ও মাও. আবু ইউসুফ আনসারী আল-আবেদী। দ্বিতীয় দিন শনিবার ওয়াজ করবেন বাংলাদেশ ব্যাংক কলোনী জামে মসজিদের খতীব মাও. রফিউদ্দিন, মতিঝিলের জামিয়া দারুল উলুমের সি. শিক্ষক মাও. সোলায়মান ও মাও. মোস্তাফা কামাল ফেরদাউস। শেষ দিন রোববার ওয়াজ করবেন রাজবাড়ীর মাও. নুরুল ইসলাম সাইথী ও বঙ্গভবন ৫ নং গেট স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতীব মাও. মুফতী জিয়াউর রহমান নুমানী। মো. ইসলাম ও হাজী মো. মহিউদ্দিনসহ একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মী ওয়াজ মাহফিল তদারক করবেন। 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ