Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়া জাগাতে ব্যর্থ ‘হোয়াই চিট ইন্ডিয়া’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গত শুক্রবার ‘হোয়াই চিট ইন্ডিয়া’, ‘রঙ্গিলা রাজা’, ‘ফ্রড সাইয়াঁ’, ‘সেভেন্টি টু আওয়ার্স’, ‘বোমবাইরিয়া’, ‘দ্য ফকির অফ ভেনিস’ এবং ‘উও জো থা এক মেসায়া মওলানা আজাদ’ ফিল্ম সাতটি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথম তিনটি ফিল্মের যা একটু বাণিজ্যিক সম্ভাবনা ছিল তবে শুধু প্রথমটিই মোটামুটি আয় করতে পেরেছে বাকিগুলোর আয় সপ্তাহান্ত পর্যন্ত এক কোটি রুপি ছাড়িয়েছে কী ছাড়ায়নি। আর, ‘উও জো থা এক মেসায়া মওলানা আজাদ’ বেশ প্রশংসা পেয়েছে। এক প্রতারণা চক্রকে নিয়ে নির্মিত সৌমিক সেন পরিচালিত ‘হোয়াই চিট ইন্ডিয়া’তে অভিনয় করেছেন এমরান হাশমি, শ্রেয়া ধন্বন্তরি এবং স্নিগ্ধদ্বীপ চ্যাটার্জি। ভিন্নধর্মী কাহিনীর চলচ্চিত্রটি প্রথম দিনে আয় করেছে ১.৭১ কোটি রুপি। ফিল্মটির শনিবারের আয় ২.৪৫ কোটি রুপি এবং রবিবারের আয় ২.৬৪ কোটি রুপি। সপ্তাহান্তে ফিল্মটি আয় করেছে ৬.৮০ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ১.০১ কোটি রুপি। গড় প্রশংসা পেয়েছে ফিল্মটি। সৌরভ শ্রীবাস্তবা পরিচালিত ‘ফ্রড সাইয়াঁ’তে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, সারা লোরেন, এলি এভরাম এবং সৌরভ শুক্লা। কমেডি ফিল্মটি দক্ষ অভিনেতা আরশাদ ওয়ার্সির কমিক টাইমিং একেবারে অনুপস্থিত। কোটি রুপির কিছু বেশি আয় করেছে ফিল্মটি সপ্তাহান্তে। সিকান্দার ভারতি পরিচালিত কমেডি ‘রঙ্গিলা রাজা’তে অভিনয় করেছেন গোবিন্দ, মিশিকা চৌরাসিয়া, শক্তি কাপুর এবং বিশেষ ভূমিকায় কাদের খান। এটি ছিল গোবিন্দ’র ফেরার আরেকটি চেষ্টা স্পষ্টতই তা ব্যর্থ হয়েছে। বায়োপিক ‘উও জো থা এক মেসায়া মওলানা আজাদ’ সামান্যই দর্শক টানতে পেরেছে, তবে ফিল্মটি বেশ প্রশংসা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াই চিট ইন্ডিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ