Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রোববার ব্যাংক বন্ধ গাইবান্ধার পলাশবাড়ি-সাদুল্যাপুরে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ৮:০০ পিএম

গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনে ভোট অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি (রোববার)। এ উপলক্ষে ওইদিন নির্বাচনী এলাকার সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপরিভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকায় ২৭ জানুয়ারি নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে এ আসনে ভোট স্থগিত করা হয়েছিল। গত ১৯ ডিসেম্বর (বুধবার) রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন ফজলে রাব্বী চৌধুরী।

পরে ২০ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) এ আসনের ভোট স্থগিত করে। ফলে ৩০ ডিসেম্বর ওই আসনে ভোট হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ