টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরে দুই দিনব্যাপী ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি একাব্বর হোসেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এমপি একাব্বর হোসেন ছাড়াও বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, শিক্ষার্থী মনিরা আক্তার, ঋতু আক্তার, সৈয়দ তানিম সাজ্জাত প্রমুখ।
পরে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০টি স্টল অংশ নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।