বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটে তৃতীয়বারের মতো ২ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হচ্ছে ৪ এপ্রিল। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পাশাপাশি বিজ্ঞান মনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে ঢাকাস্থ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট এ মেলার পৃষ্টপোষকতা করছে।
গতকাল বুধবার বিকালে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও সিলেট কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয়ভাবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় মেলার আয়োজনে রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এ মেলা সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্টিত হবে। প্রতিদিন সকাল ১১ টায় শুরু হয়ে সন্ধ্যায় ৭ টা পর্যন্ত চলবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় মেলার প্রথম দিন ৪ এপ্রিল সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।