বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে উপজলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার(২৩জানুয়ারী) দুপুর ২টায় কোনাখোলাস্থ উপজেলা পরিষদ চত্বরে এই নতুন ভবনের উদ্ধোধন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ উপজেলা শিল্পকলা একাডেমির এই নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শাজাহান আলী,সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, কৃষি কর্মকর্তা ফখরুল আলম,নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির আহমদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগনেতা সাহিদুল সাইদ প্রমুখ। কেরানীগঞ্জ উপজেলার মধ্যে এটি একমাত্র সাংস্কৃতিক কেন্দ্র যেখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের সঙ্গীত শিক্ষা দেয়া হয়। স্থায়ী ভবন না থাকার কারনে দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে এই শিল্পকলা একাডেমির কাযক্রম চলে আসচ্ছিল। অবশেষে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিশেষ উদ্যোগ ও সহযোগিতায় শিল্পকলা একাডেমির এই নতুন ভবনটি নির্মিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।