Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামীমের শোডাউন

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিবেদক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ৫:০৭ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা দিয়ে বিশাল শোডাউন করেছে। বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সদরে এই শোডাউন করে।

বুধবার সকাল থেকেই শোডাউন উপলক্ষে মির্জাপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। সকাল এগারটার দিকে নারী পুরুষ কিশোর যুবকের সমন্বয়ে পাঁচ সহস্রাধিক লোকের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান বাবুল, সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সোহেল রানা, যুবলীগ নেতা আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মুফাজ্জল হোসেন দুলাল, লতিফপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, আনাইতারার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ফতেপুরের চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, মহেড়ার চেয়ারম্যান বাদশা মিয়া, ভাওড়ার চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন তালুকদার,বাশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মহেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জাপুর উপজেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ