বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবশেষে জামিনে মুক্তি পেলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাইদ চাঁদ। বুধবার বেলা ১১টার দিকে তিনি রাজশাহী কারাগার থেকে জামিনে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদের ব্যক্তিগত সহকারী জালাল উদ্দিন। তিনি বলেন, বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হোন চাঁদ।
একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। তবে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে তার পদত্যাগ নির্ধারিত সময়ে হয়নি বলে প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। আদালতও তার বিপক্ষে রায় দিলে আর নির্বাচন করা হয়নি চাঁদের।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই চাঁদকে নাশকতার মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। ওইসময় তার বিরুদ্ধে ১৯টি মামলা ছিল। পরে জামিন পেলেও আরও দুটি নতুন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এরপর থেকে কারাগারেই ছিলেন চাঁদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।