Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে আলোর ফেরিওয়ালার কার্যক্রম শুরু

নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ২:০১ পিএম

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভ্যানে করে পল্লী বিদ্যুৎ সংযোগ ও মিটার পৌঁছে দিতে আলোর ফেরিওয়ালা কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের উদ্যোগে আজ বুধবার সকালে উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে এ ভ্রাম্যমাণ ফেরিওয়ালার উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ সমিতির নাসিরনগর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর)মোঃ নজরুল ইসলাম। এসময় জুনিয়র প্রকৌশলী আবদুল্লাহ বাকী,ওয়ারিং পরিদর্শক মোঃ মানিক মিয়া ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া উপস্থিত ছিলেন। এর ফলে এখন থেকে এ ভ্রাম্যমাণ ফেরিওয়ালা থেকে বিদ্যুৎ অফিসে না গিয়ে মিটার সংযোগসহ সকল সুবিধা পাওয়া যাবে। গ্রাহকের প্রয়োজনীয় কাগজপত্র উপস্থিত থাকলেই তাৎক্ষণিকভাবে মিলবে এই সেবা। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে বাড়িতে বাড়িতে তাদের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এজিএম মোঃ নজরুল ইসলাম জানান,আলোর ফেরিওয়ালার মাধ্যমে বিদ্যুৎ এলাকা ও বাড়ি ঘরে স্বল্পসময়ে বিদ্যুৎ সংযোগ দেয়া আমাদের অঙ্গীকার। বিড়ম্বনা ছাড়া আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কাউকে কোনো টাকা প্রদান না করার জন্য তিনি গ্রাহকদের প্রতি অনুরোধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলোর ফেরিওয়ালার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ