Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সৌজন্য সাক্ষাৎ করেন। গত ২১ জানুয়ারি সোমবার রাতে গণভবনে এ সাক্ষাতকালে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

রেকর্ড চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভিসি চুয়েট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী চুয়েটের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধানমন্ত্রীর কাছে চুয়েটের শিক্ষা ও গবেষণায় সাম্প্রতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সাক্ষাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ