Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তের রোহিঙ্গা সংকট নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলাপ চলছে

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১০:০৫ এএম

গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৩শ’ রোহিঙ্গা ভারত থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কসবা সীমান্তে ভারতের অংশে আরও অর্ধশত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে। ভারত থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা বিষয়ে সুরাহার জন্য ঢাকা-নয়া দিল্লি আলাপ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সউদী আরব এবং ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তা আমরা দেখছি, শুনছি এবং অনেক রোহিঙ্গারা সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে আছে। আমরা তাদের গ্রহণ করিনি এবং ঢুকতেও দেইনি। এই ঘটনাগুলো দুঃখজনক। এইগুলো যেন না হয় সেজন্য প্রচেষ্টা চালাবো।
ড. মোমেন বলেন, ওই ঘটনার সময় আমাদের হাইকমিশনার (ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী) ঢাকায় ছিলেন। তখন তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। তিনি দিল্লিতে এইটা নিয়ে আলাপ করছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এছাড়া বাংলাদেশের বর্ডার গার্ড বিষয়টি নিয়ে ভারতের বিএসএফের সঙ্গে আলাপ করবে, যাতে এই বিষয়ে সুরাহা হয়।
এদিকে, সউদী আরব থেকেও দফায় দফায় রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সউদী থেকে যাদের পাঠানো হচ্ছে তাদের না কি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, কিন্তু আমি জানি না। সেটা হলেও অনেক আগে হয়তো, সেটা ৯০ দশকের হতে পারে। তবে আমি ঠিক জানি না। কিন্তু এইটুকু নিশ্চিতভাবে জানি যে সউদীতে অনেক রোহিঙ্গা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ