Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে ছেলের মৃত্যু

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নাটোরে অসুস্থ্য বাবা মোঃ আব্দুস সালামকে হাসপাতালে দেখতে গিয়ে কলেজ পড়–য়া ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৩) এর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে নাটোর সদর উপজেলার পার হালসা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. আব্দুর রাজ্জাক লাকি জানান, পার হালসা গ্রামের কৃষক মো. আব্দুস সালাম তার আবাদী জমিতে ইঁদুরসহ পোকা-মাকড় দমনে রোববার সকালে গ্যাস ট্যাবলেট দেন। গমের জমিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে দুপুরে বাড়িতে আসার পর মো. আব্দুল সালাম বিষক্রিয়ায় হঠাৎ অসুস্থ্য বোধ করলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে স্থানীয় হালসা বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। কৃষক মো. আব্দুস সালামের শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সন্ধ্যার পরে তার ছেলে মো. রফিকুল ইসলাম বাড়ি থেকে খাবার নিয়ে বাবাকে দেখার জন্য হাসপাতালে যায়।

সেখানে বাবাকে দেখার কিছুক্ষণ পরে ছেলে রফিকুল ইসলামও হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন তাকেও চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করেন। রাজশাহীতে নিয়ের যাওয়ার প্রস্তুতির সময় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতালে দেখতে গিয়ে ছেলের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ