Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইজভাণ্ডারী দর্শন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে

ওলামা সমাবেশে বক্তারা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আধুনিক সমাজ গঠনে মাইজভাণ্ডারী দর্শন কার্যকরি ভূমিকা রাখতে পারে অভিমত ব্যক্ত করে বক্তাগণ সমাজের সর্বক্ষেত্রে ইসলামের শান্তির বাণী প্রচারের আহ্বান জানিয়েছেন। মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৩তম ওরস মাহফিল উপলক্ষে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ওলামা সমাবেশে বক্তাগণ এ আহ্বান জানান। শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছগির আহম্মদ ওসমানীর সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ‘আধুনিক সমাজ গঠনে আলেমদের ভূমিকা ও গাউসুল আযম মাইজভাণ্ডারীর দর্শন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবির আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা জাফর উল্লাহ। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর বাণী পাঠ করেন মাইজভাণ্ডারী একাডেমির সাধারণ সম্পাদক মীর মো. তরিকুল আলম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। বক্তব্য রাখেন মাওলানা নাজমুল হোসেন নঈমী, অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম আলকাদেরী, মাওলানা গোলাম মোহাম্মদ খান সিরাজী, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মাওলানা মাজহারুল ইসলাম আলকাদেরী, মাওলানা মোজাম্মেল হক কলন্দরী, মাওলানা শায়েস্তা খান আল আজহারী, মাওলানা হাবীবুল হোসাইন, মাওলানা মুজিবুল হক প্রমুখ।



 

Show all comments
  • মুক্তিধারা ১ জানুয়ারি, ২০২০, ৪:৫২ এএম says : 0
    মাইজভাণ্ডারী দর্শন সমাজ গঠনে অনেক ভূমিকা আছে ।
    Total Reply(0) Reply
  • muktidhara ১১ মার্চ, ২০২০, ৩:১৫ পিএম says : 0
    মাইজভাণ্ডারী দর্শন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে একদম সঠিক কথা আমি ও একমত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওলামা সমাবেশে বক্তারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ