বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জায়গা-জমির ভুয়া মালিক সিন্ডিকেটের অন্যতম সদস্য জাহাঙ্গীর ফারুক (৬০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার রাতে তুরাগ এলাকায় ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ চক্রের হোতা পলাতক হারুন অর রশিদ, জাহাঙ্গীর ফারুকসহ তাদের সহযোগীরা পরস্পর যোগসাজোসে অন্যের জমির মালিক সেজে নকল পাওয়ার অব এটর্নি দলিল তৈরি করে বিক্রির মাধ্যমে প্রতারণা করে আসছে। চক্রটি তুরাগের বাউনিয়া এলাকায় আব্দুল কাদের নামে এক ব্যক্তির ২৭.৫ শতাংশ জমি প্রতারনার মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে জাহাঙ্গীর ফারুককে প্রকৃত মালিক সাজিয়ে নকল পাওয়ার অব এটর্নি দলিল তৈরি করে প্রিাংকা গ্রুপের চেয়ারম্যান সাঈদুর রহমানের বায়না বাবদ নগদ ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। চক্রের অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মীর মোদ্দাস্ছের হোসেনের নির্দেশে এ অভিযান চলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।