Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে আয়না বিবির পালা নাটকের দুই প্রদর্শনী

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সেই দূর দূরান্তের সতী সাবিত্রী থেকে আজকের যুগ-কী অসীম শক্তিধর নারী। আদরে, সোহাগে, শাসনে, সাহসে- কোথায় অবদান নেই নারীর! তবুও অস্তিত্ব আর আত্মসম্মানে সর্বত্র শুধুই তাকে যুদ্ধ করতে হয়। তেমনই এক ত্যাগী ও যোদ্ধা নারী আয়না বিবি। ময়মনসিংহ গীতিকার গাঁথার এই শক্তিমতির গল্প এবার দেখা যাবে ভারতের মঞ্চে। পশ্চিমবঙ্গের অশোকনগরের হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থার রজত জয়ন্তী বর্ষে এপার বাংলা-ওপার বাংলা উৎসবে আজ প্রদর্শিত হবে নাট্যধারার নাটক 'আয়না বিবির পালা'। রবিউল আলমের নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটির নবনির্দেশনা ও কোরিওগ্রাফ করেছেন লিটু সাখাওয়াত। উৎসবে উদ্ধোধনী মঞ্চায়ন হবে নাট্যধারা প্রযোজিত 'টিক টক' পথনাটকের। পথনাটক রচনা ও নির্দেশনায় লিটু সাখাওয়াত। 'আয়না বিবির পালা' নাটকের দ্বিতীয় প্রদর্শনী হবে কলকাতার দক্ষিণেশ্বর নাট্যোৎসবে। আবহমান বাংলার চিরায়ত নাট্যরীতি 'পালা'। তবে নাট্যধারা নাটকটিতে পালারীতি থেকে কিছুটা বেরিয়ে এসেছে। নবনির্দেশক লিটু সাখাওয়াত নাটকটি নিয়ে বলেন, 'বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান ঐহিত্য পালাগান। খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রান্তরে পালাকার যা শত বছর ধরে পরিবেশন করে আসছে, তা আমরা প্রসেনিয়ামের ঘেরাটোপে সুনির্দিষ্ট চরিত্রায়নে দর্শকের সামনে তুলে ধরেছি।' নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন লিটু সাখাওয়াত এবং সব্যসাচী চঞ্চল। পোশাক ও মুখোশ ডিজাইন করেছেন শুচিস্মীতা বোস শাওলী। সেট করেছেন রফিকুল ইসলাম এবং আলোক পরিকল্পনায় আছেন শাকিল আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিটু সাখাওয়াত, দীপান্বিতা, গাজী রহিসুল ইসলাম তমাল, কামাল হোসেন, হাফসা আক্তার, ছন্দারিনা গীতি, মো. রুবেল, সব্যসাচী চঞ্চল, রফিকুল ইসলাম, রুবেল, মেরাজ, রবিন, নাঈম, রাফসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়না বিবির পালা নাটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ