Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

২০০৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের সময় থেকে এই কাহিনীর শুরু। প্রধানমন্ত্রী হবার প্রতিযোগিতায় ভারতের জনগণ বেছে নেয় সোনিয়া গান্ধিকে (সুজান বার্নার্ট) কিন্তু কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে তার পক্ষ থেকে কাজ করার জন্য অন্য কাউকে বেছে নিতে হয় তাকে। ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স জোটের মুখপাত্র হিসেবে সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রী হিসবে বেছে নেন মনমোহন সিংকে (অনুপম খের)। তাকে সবাই পুতুল প্রধানমন্ত্রী হিসেবে ধরে নেয়। অন্যরা তাকে দক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করে। তার ভাবমূর্তি জনতার সামনে তুলে ধরার জন্য মিডিয়া উপদেষ্টা হিসেবে ফাইনেনশিয়াল এক্সপ্রেসের প্রাক্তন সম্পাদক সঞ্জয় বারুকে (অক্ষয় খান্না) নিয়োগ দেয়া হয়। রাজনীতিতে তাকে অনেক উপায় শেখাতে থাকে বারু। বারুর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক নিয়ে এই কাহিনী। সঞ্জয় বারুর লেখা স্মৃতিকথা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ