Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রায়পুরে নৌকাসহ ১২ মণ জাটকা জব্দ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১:৩৩ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরের মেঘনা নদী থেকে ইঞ্জিনচালিত একটি নৌকাসহ ৫শ’ কেজি (১২ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
আজ রোববার সকালে উপজেলার চরবংশী মেঘনা নদীর কান্দার খাল এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
উপজেলার মেঘনা নদী এলাকার দায়িত্বে থাকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মইনুল ইসলাম বলেন, জাটকা ধরার খবর পেয়ে অভিযান চালাই। বিষয়টি টের পেয়ে জেলে ও অসাধু জাটকাবিক্রেতারা নৌকা রেখে পালিয়ে যায়। এ সময় ওই নৌকায় তল্লাশি চালিয়ে ১২ মণ জাটকাসহ নৌকাটি জব্দ করে মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বেলায়েত হোসেন বলেন, জব্দ হওয়া জাটকাগুলো এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাটকা জব্দ

২৪ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ