Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের পুশ ব্যাক করা ১৩শ’ রোহিঙ্গা কক্সবাজারের শিবিরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বছরের গোড়াতেই প্রায় তেরো শ’ রোহিঙ্গা উদ্বাস্তুকে চুপিচুপি বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে ভারত। সরকারি সূত্রেই এ খবর জানা গেছে। বাংলাদেশ পুলিশ এই উদ্বাস্তুদের কক্সবাজারের শিবিরে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না নয়াদিল্লীর সাউথ ব্লকের কর্তারা। কিন্তু নতুন বছরে সদ্য জিতে পর পর তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসা শেখ হাসিনা সরকারের কাছে এটি অবশ্যই ভাল খবর নয়।
রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রশ্নে নীতি নির্ধারণ করতে পারছে না মোদী সরকার, ঘরে বাইরে বার বার এই অভিযোগ উঠেছে। মায়ানমারে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার শাখা এবং অন্য মানবাধিকার সংগঠনগুলো। ‘সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টার’-এর কর্মকর্তা রবি নায়ার সম্প্রতি এই অভিযোগও করেন, ‘ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ করে দিয়েছে সরকার।’ সাম্প্রতিক এই ‘পুশ ব্যাক’-এর পর সমালোচনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
নয়াদিল্লির পক্ষ থেকে ঘরোয়াভাবে জানানো হয়েছে, গোটা বিষয়টি ভারতেরও গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এ দেশে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা অবৈধভাবে বসবাস করছেন। সবচেয়ে বেশি রোহিঙ্গা রয়েছেন জম্মু ও কাশ্মীরে। দ্বিতীয় স্থানে তেলেঙ্গানা। জম্মুর বিজেপির অভিযোগ, সে রাজ্যে অন্তত ১৫-২০ হাজার রোহিঙ্গা পরিচয় লুকিয়ে বাস করছেন। তাদের কেউ কেউ কাশ্মীরের সেনা ছাউনিতে হামলার সঙ্গেও জড়িত বলে অভিযোগ উঠেছিল। জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে সে রাজ্যে গ্রেফতার হয়েছেন একাধিক রোহিঙ্গা। এ অবস্থায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে রোহিঙ্গাদের মায়ানমারে পাঠানোর দাবি তুলে বিভিন্ন রাজনৈতিক দল। খবর আনন্দবাজার পত্রিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ