Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এবার #মি টু তীর রাজকুমার হিরানির দিকে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

হঠাৎ করেই ভারতের চলচ্চিত্র জগতে #মি টু আন্দোলন এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। এবার অভিযোগের তীর ছুটেছে চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানির দিকে। এতে বলিউড স্পষ্টতই বিভক্ত হয়ে পড়েছে। বড় বড় চলচ্চিত্র ব্যক্তিত্ব বা তারকারা ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’ এবং ‘মুন্না ভাই’ সিরিজের পরিচালকটিকে নিপাট ভদ্রলোক বলেই জানে, তারা তো তার পক্ষ নেবেই, তাই নয় কি? হিরানির ‘সঞ্জু’ ফিল্মের এক নারী সহকারী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ২০১৮’র মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত থেকে চলচ্চিত্রটি নির্মাণের সময় রাজকুমার হিরানি তাকে একাধিকবার যৌন হয়রানি করেছেন। হাফিংটন পোস্টের এক নিবন্ধে এই দাবি করা হয়। এমন অভিযোগের জবাবে হিরানি (৫৬) বলেন, “মাস দুয়েক আগে এমন অভিযোগ শুনতে পেয়ে আমি স্তম্ভিত হয়ে পড়ি। আমাকে পরামর্শ দেয়া হয় আমি যেন কোনও কমিটি বা আইনি প্রতিষ্ঠানকে বিষয়টি জানাই। পক্ষান্তরে অভিযোগকারিনী বিষয়টি সংবাদমাধ্যমের প্রকাশ করেছে। এমন অভিযোগ জোর গলায় বলতে চাই এই অভিযোগ মিথ্যা, দুরভিসন্ধিমূলক, সম্মানহানিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। আমার সুনাম নষ্ট করার জন্যই এই প্রয়াস।” এদিকে যারা হিরানির পক্ষে বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে আছেন জাভেদ আখতার, দিয়া মিরজা, আরশাদ ওয়ার্সি, শরমন জোশি। এরা সবাই হিরানি পরিচালিত কোনও না কোন চলচ্চিত্রে কাজ করেছেন। তারা সবাই বলেছেন রাজকুমার হিরানি একজন প্রমাণিত ভদ্র মানুষ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: #মি টু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ