মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর সিরিয়ায় আইএসের কমান্ড সেন্টার সন্দেহে একটি মসজিদে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার এ বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। এতে সিরিয়ায় আইএস পরাজিত হয়নি বলেই আভাস দিয়েছে। গত আইএস পরাজিত হয়েছে বলে দাবি করে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে দাবি করা হয়, সাফাফিয়ায় একটি মসজিদকে আইএস নির্দেশ ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় সেই মসজিদ ধ্বংস করে দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইএস অব্যাহতভাবে সশস্ত্র যুদ্ধের নীতি লঙ্ঘন করে যাচ্ছে এবং হাসপাতাল ও মসজিদের মতো সুরক্ষিত স্থাপনার অপব্যবহার করছে। এতে মসজিদটি ‘সুরক্ষিত’ হওয়ার মর্যাদা হারিয়েছে। ধীর আল ইজ্জর প্রদেশের পূর্বে মূলত আইএসের আস্তানাটি অবস্থিত। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।