Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতীয় দাদাদের সাথে হাত মিলিয়ে চলচ্চিত্রকে নিঃশেষ করে দেয়ার ছক তৈরি করেছেন শাকিব -রুবেল

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলচ্চিত্র থেকে দীর্ঘদিন দূরে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন। এ জন্য নিজেকে চলচ্চিত্র উপযোগী করে তুলছেন। নিয়মিত জিম করছেন। দর্শকের সামনে তিনি তার আগের রূপে হাজির হতে চাচ্ছেন। ইতোমধ্যে মিজানুর রহমান শামীম পরিচালিত ‘অপরাধ জগৎ’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। জুন থেকে একই পরিচালকের ‘ফাঁসির আসামি’ নামে আরো একটি সিনেমার কাজ শুরু করবেন। এভাবেই একের পর এক সিনেমা করে যেতে চান রুবেল। তিনি বলেন, এখন চলচ্চিত্রে দারুণ শিল্পী সংকট চলছে। এভাবে আর কিছু দিন চলতে থাকলে চলচ্চিত্র নামক শিল্পটা বিলীন হয়ে যাবে। চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে আমি তা মেনে নিতে পারি না। নুন খেয়েছি তাই নেমকহারামি করতে চাই না। আমার রক্তের সঙ্গে মিশে আছে অভিনয়। এটা ছাড়া বাঁচা সম্ভব নয়। রুবেল চলচ্চিত্রের বর্তমান করুণ অবস্থার জন্য শাকিবকেও দায়ী করেন। তিনি বলেন, শাকিব একচেটিয়া রাজত্ব করছেন। এটা তার জন্য যেমন ক্ষতি হয়েছে, তেমনি চলচ্চিত্রেরও অনেক ক্ষতি হয়েছে। আমরা যখন অভিনয়ে নিয়মিত ছিলাম তখন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। এখন তা নেই। শাকিবের কোনো প্রতিদ্ব›দ্বীই নেই। শাকিব নিজেই তার প্রতিদ্ব›দ্বী হতে দেন না। রাজনীতি করে চলচ্চিত্রের বারোটা বাজিয়ে দিচ্ছেন। নিজের আখের গোছাতে হাজার হাজার মানুষের পেটে লাথি মারছেন। শেষ পর্যন্ত ভারতীয় দাদাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের চলচ্চিত্রকে নিঃশেষ করে দেয়ার ছক তৈরি করেছেন। তিনি বলেন, কিছু দিন আগে কাফনের কাপড় মাথায় দিয়ে মিছিল-মিটিং করে বছর না পেরুতেই দাদাদের সাথে হাত মেলালেন শাকিব। তিনি শাকিবের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, কেনরে ভাই, শুধু নিজের চিন্তাটাই করলেন? হাজার হাজার মানুষ যে এই চলচ্চিত্রের দিকে তাকিয়ে আছে, তাদের জীবিকানির্বাহের একমাত্র স্থানটাকে কেন কয়েকজন মিলে দাদাদের হাতে তুলে দিতে যাচ্ছেন? তিনি বলেন, এখন চলচ্চিত্রে যেসব অনিয়ম চলছে এগুলো সমাধান করতে ছয় মাসের বেশি লাগে না। আমার হাতে ক্ষমতা থাকলে যারা এই অনিয়মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতাম। আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন মিটিংয়ে সরাসরি এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলি এবং বলেই যাব।



 

Show all comments
  • GR Pârvêz ১১ মে, ২০১৬, ১০:৫৩ এএম says : 0
    ঠিক
    Total Reply(0) Reply
  • Md Mohsin Ahammed ১১ মে, ২০১৬, ১০:৫৩ এএম says : 0
    ................ sakib
    Total Reply(0) Reply
  • Mainul Islam Arif ১১ মে, ২০১৬, ১০:৫৪ এএম says : 1
    আসলে তোমাদের মনে যে এত হিংসা তা এখনি বুঝা গেলো,,,যদি তোমাকে করার জন্য প্রস্তাব দেয় তাহলে তুমি আরো আগে দেীড় দিবে।।।। প্রশ্ন টা এখানে দালালের না মূলত হচ্ছে তাদের সাথে মিলে আমাদের চলচিত্রকে উন্নত করার।।
    Total Reply(0) Reply
  • Kamal Hosain ১১ মে, ২০১৬, ১০:৫৪ এএম says : 0
    yes
    Total Reply(0) Reply
  • Sumon Islam ১১ মে, ২০১৬, ১০:৫৫ এএম says : 0
    Shakib ami tomar pashe achhi
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় দাদাদের সাথে হাত মিলিয়ে চলচ্চিত্রকে নিঃশেষ করে দেয়ার ছক তৈরি করেছেন শাকিব -রুবেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ