Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাধ্যমে ব্যস্ত রোমানা স্বর্ণা

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। ২০০৭ সালের শুরুর দিকে তার মিডিয়াতে যাত্রা শুরু। প্রাণ টোস্টের মডেল হয়ে তিনি আলোচনায় আসেন। তারপর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক এক করে করে যান বেশ কিছু আলোচিত বিজ্ঞাপনচিত্র। এগুলোর মধ্যে ছিল গ্রামীণফোনের প্যাকেজ বিজ্ঞাপন, বসুন্ধরা আবাসিক প্লট, কোকোলা নুডুলসসহ বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন ছাড়া নাটকে অভিনয় করে সাফল্য লাভ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো সালাউদ্দিন লাভলুর ‘হাড়কিপটে’, শামিম জামানের ‘আলতা সুন্দরী’ এ ছাড়া ‘ক্যাপসুল ৫০০ মিলিগ্রাম’, ‘টো টো কোম্পানি লিমিটেড’, ‘গুলশান এভিনিউ’-এর মতো জনপ্রিয় বেশ কিছু নাটক। তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’-এর মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। গত বছর সিনেমাটি মুক্তি পায়। এর আগে একই পরিচালকের ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে অভিনয় করনে রোমানা। এরপর অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘দ্বিতীয় লিঙ্গ’ নামে আরোও একটি চলচিত্রে অভিনয় করেন। এ ছাড়া ‘দেহান্ত’ নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছে। আসন্ন ঈদে প্রায় ডজনখানেক নাটকে রোমানা স্বর্ণাকে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন মাধ্যমে ব্যস্ত রোমানা স্বর্ণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ