নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিপিএল চট্টগ্রাম পর্ব আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। এ ম্যাচগুলো ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল দামপাড়া পুলিশ লাইন কমিশনার কার্যালয়ে নিরাপত্তা সমন্বয়ে সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন সিএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, আমাদের সর্বমোট পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিয়মিত পোশাকের পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিম, সিটি স্পেশাল ব্রাঞ্চসহ বিভিন্ন এজেন্সি কাজ করবে। সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া খেলোয়াড়দের এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে আসা, হোটেল থেকে মাঠে নিয়ে যাওয়া সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান ও আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।