Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হয়েছে বাপ্পার বহুল প্রতীক্ষিত মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে প্রকাশিত হয়েছে বাপ্পা মজুমদারের গাওয়া ‘জানালার গøাস’ গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও। এতে বাপ্পার সঙ্গে মডেল হিসেবে আছেন অভিনেত্রী প্রসূন আজাদ। ফলে ভিডিওটি নিয়ে শ্রোতাদের মাঝে বাড়তি আগ্রহ জন্মেছিল। শাহান কবন্ধের কথার গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইমরান কবির হিমেল। ৪ মিনিট ৫৫ সেকেন্ড ব্যাপ্তির মিউজিক ভিডিওতে সংসার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। গত মাসের শুরুর দিকে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে গানটির চিত্র ধারণ করা হয়। বাপ্পা মজুমদার বলেন, শ্রোতাদের ভিন্ন কিছু উপহার দিতেই খানিকটা ব্যতিক্রম আয়োজনে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। প্রমো দেখে সবাই প্রশংসা করছিলেন। আশা করছি পুরো ভিডিওটিও তাদের মন ছুঁয়ে যাবে। ভিডিওতে বাপ্পা মজুমদার ও প্রসূন আজাদ হাজির হয়েছেন রাবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্রের সাজে। সংসার জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে এর গল্পে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত হয়েছে বাপ্পার বহুল প্রতীক্ষিত মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ