Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নের বাস্তবায়ন চলছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দায়িত্ব গ্রহণের আগে স্বপ্নের কথা বলেছিলাম। এখন তা বাস্তবায়ন করছি। ইতোমধ্যে বিলবোর্ড অপসারণ, হকারদের পুনর্বাসন, রাতের বেলা বর্জ্য অপসারণসহ অনেক সাফল্য এসেছে। সড়কে অবৈধ হাটবাজার ও দখল উচ্ছেদ করে অচিরেই নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। তিনি গতকাল বৃহস্পতিবার নগর ভবনে হালিশহরস্থ ফইল্যাতলী বাজারে বহুতল বিশিষ্ট আধুনিক কিচেন মার্কেট ও বাণিজ্যিক ভবন নির্মাণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন।
চসিক এবং বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড-বিএমডিএফের মধ্যে এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

এ সময় কর্পোরেশনের সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুদিপ বসাক, জসিম উদ্দিন, মনজুরুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ