Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে সাড়ে তিন লাখ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

রাতকানা রোগ এক শতাংশের নিচে নামিয়ে আনা এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে ১৯ জানুয়ারি শনিবার নরসিংদীতে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এবারের ক্যাম্পেইনে নরসিংদী জেলার ৬টি উপজেলায় সাড়ে ৩ লাখাধিক শিশুকে ভিটামিন ‹এ› প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গত মঙ্গলবার নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা: মু. হেলাল উদ্দিন তার বক্তৃতায় এ তথ্য প্রদান করেন। তিনি জানান, ক্যাম্পেইনকে সফল করার জন্য নরসিংদী জেলায় ১৮১৮ টি স্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রসমূহে স্বাস্থ্য বিভাগের ২৮০ জন স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৬ সহস্রাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। কেন্দ্র সমূহে ৬ থেকে ১১ মাস বয়স ৩৫ হাজার ২৩১ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ বছর বয়সি ৩১৪৯৭৪জন শিশুকে লাল রঙের ভিটামিন ‹এ› ক্যাপসুল খাওয়ানো হবে। এসব কেন্দ্রসমূহ তত্তাবধান করবে স্বাস্থ্য বিভাগের প্রায় সাড়ে ৩ শত সুপারভাইজার। কার্যক্রম পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য বিভাগের ৭৭ জন স্বাস্থ্য ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক। এছাড়া ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ২৭ টি মোবাইল টিম কাজ করবে জেলার বিভিন্ন এলাকায়। সিভিল সার্জন ডা: মু. হেলাল উদ্দিন, বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সার্বক্ষণিক মনিটরিং করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ