নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গতবারের রানার-আপ বাকলিয়া একাদশ এগিয়ে চলেছে সিজেকেএস প্রিমিয়ার দাবা লিগে। পঞ্চম রাউন্ড খেলা শেষে বাকলিয়া একাদশ পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ৬ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি তৃতীয় স্থানে রয়েছে। এদিকে প্রথম বিভাগে পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্টে তালিকায় শীর্ষে রয়েছে। পাঁচলাইশ যুব সংঘ ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং ৭ পয়েন্ট নিয়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব তৃতীয় স্থানে রয়েছে।
প্রিমিয়ারে পঞ্চম রাউন্ডের খেলায় বাকলিয়া একাদশ ২.৫-১.৫ গেম পয়েন্টে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। বাকলিয়ার পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন লিটল ব্রাদার্সের মোঃ মহসিন জামালকে পরাজিত করেন। বাকলিয়া একাদশের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ফজলে নূর বাপ্পী যথাক্রমে লিটল ব্রাদার্সের মোঃ শওকত বিন ওসমান শাওন, গোলাম মোস্তফা ভূঁইয়া ও মোঃ মুজিবুর রহমানের সাথে ড্র করেন। কোয়ালিটি স্পোর্টস ক্লাব এ রাউন্ডে ৩-১ গেম পয়েন্টে আগ্রাবাদ কমরেড ক্লাবকে হারায়। কোয়ালিটি স্পোর্টসের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ও আহমেদ হোসেন মজুমদার যথাক্রমে আগ্রাবাদ কমরেড ক্লাবের আসিফ মাহমুদ, মোঃ জাহাঙ্গীর আলম ও মীর তোসাদ্দেক হোসেনকে হারায়। আগ্রাবাদ কমরেড ক্লাবের মোঃ মাসুম হোসেন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের শামসুল হককে পরাজিত করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি ২.৫-১.৫ গেম পয়েন্টে বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ও পিডিবি রিক্রিয়েশন ক্লাব ২-২ গেম পয়েন্টে ফ্রেন্ডস ক্লাবের সাথে ড্র করে। উভয় বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলা গতকাল বিকেলে শুরু হয়েছে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল। আজ দুপুর থেকে উভয় বিভাগের শেষ রাউন্ডের খেলা শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।