Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়াবহ তাপদাহ অস্ট্রেলিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচন্ড তাপদাহ চলায় চলতি সপ্তাহে দেশটির বিভিন্ন শহর পৃথিবীর উষ্ণতম স্থানে পরিণত হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রার আরো অবনতি ঘটার সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তের আগেই তাপমাত্রার এ অবনতি ঘটতে পারে। বুধবার আবহাওয়া ব্যুরো জানায়, রেকর্ডের দিক থেকে বিগত চারদিন ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে উষ্ণতম দিন। এ সময় দেশটির কিছু স্থানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়। ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ ফিলিপ পার্কিন্স বলেন, সর্বোচ্চ তাপমাত্রার দিক থেকে ‘গতকাল সাউথ অস্ট্রেলিয়ায় এযাবৎ কালের সকল রেকর্ড ভঙ্গ হয়। এতে নিশ্চিতভাবে অঞ্চলটি বিশ্বের উষ্ণতম বিভিন্ন স্থানের অন্যতম হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ