মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্পদের দিক দিয়ে চীনের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক ব্যাঙ্ক অব চায়না শ্রীলঙ্কাকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ প্রদানের প্রস্তাব করেছে। এই ঋণ এক বিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত হতে পারে। বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত কলম্বোর একটি সূত্র এ কথা জানিয়েছে। শ্রীলঙ্কা সরকার প্রস্তাবটি বিবেচনা করছে বলেও সূত্রটি জানায়। কারণ স¤প্রতিক সময়ে দেশটির রেটিং কমে যাওয়ায় অন্যান্য উৎস থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে গেছে। তথ্যটি জনসম্মুখে প্রকাশের জন্য না হওয়ায় সূত্র তার পরিচয় জানাতে রাজি হয়নি। এ বিষয়ে শ্রীলঙ্কা সরকার ও ব্যাঙ্ক অব চায়নার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানতে পারেনি রয়টার্স। শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ দেশ। দেশটি তার বৈদেশিক দেনা পরিশোধ নিয়ে লড়াই করছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।