Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাক ডেভিড ক্যামেরন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ব্রেক্সিট নিয়ে কোনো কথা বললেন না ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তার কাছে এ নিয়ে প্রশ্ন করা হলে নির্বাক, নির্বিকার ছিলেন তিনি। ২০১৫ সালে ব্রিটেনের জাতীয় নির্বাচনের প্রচারণার সময় কনজার্ভেটিভ দলের সাবেক এই প্রধানমন্ত্রী ব্রেক্সিট ইস্যুতে গণভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির পর তার দলের ইউরোপিয় ইউনিয়নবিরোধীদের ক্রমবর্ধমান চাপের মুখে ২০১৬ সালে ওই গণভোট দেন তিনি। তাতে ব্রেক্সিটের পক্ষে রায় পড়ে। ফলে বাধ্য হয়ে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। তার কাছ থেকে ক্ষমতা নেন প্রধানমন্ত্রী তেরেসা মে। কিন্তু সেই ব্রেক্সিট নিয়ে এখন ভয়াবহ এক সঙ্কটের মুখে থেরেসা মে। এমন সময়ে মুখে কুলুপ এঁটেছেন ক্যামেরন। মঙ্গলবার ব্রেক্সিট ভোটের কয়েক ঘন্টা আগে তিনি তার লন্ডনের বাসভবন থেকে বের হন বিকেলে। মাত্র কয়েকদিন আগে প্রতিরাতে ১৭২৮ পাউন্ড ভাড়ার বিলাসবহুল সময় কাটিয়ে ফিরেছেন তিনি কোস্টারিকা থেকে। বিকেলে যখন তিনি বের হন তখন নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে রেখেছিল। ডেভিড ক্যামেরনের মাথা ছিল নিচু করা। তাকে ব্রেক্সিট বিষয়ে প্রশ্ন করেন লন্ডনের দ্য মিরর পত্রিকার সাংবাদিক। কিন্তু তিনি কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান। সোজা গিয়ে বসেন তার গাড়িতে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ