Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনিয়ার হোটেল থেকে উদ্ধার ৭শ’ নিহত ১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি হোটেলে বন্দুকযুদ্ধের অবসান ঘটেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। তিনি বলেন, সব হামলাকারীকে হত্যা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭০০ জিম্মিকে। মঙ্গলবার নাইরোবির ওয়েস্টল্যান্ড জেলায় একটি হোটেলে বন্দুকধারীর হামলায় ১৪ জন নিহত হন। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। হামলার কয়েকঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার দাবি করা হলেও বুধবার সকাল পর্যন্ত গুলি ও বিস্ফোরণের আওয়াজের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, দুসিতে নিরাপত্তা অভিযান শেষ হয়েছে। আমরা সব সন্ত্রাসীদের প্রতিহত করেছি। তাদের হাতে প্রাণ হারিয়েছেন ১৪ বেসামরিক। আহতও হয়েছেন বেশ কয়েকজন। তিনি বলেন, ‘এই সকালে আমি হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের সুস্থতা কামনা করছি। কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বয়নেট বলেন, স্থানীয় সময় বিকাল ৩টায় সংঘবদ্ধ এই হামলা হয়। ব্যাংকের সামনে গাড়িতে বিস্ফেরণ ঘটানো হয়। হোটেলের লবিতে চালানো হয় আত্মঘাতী হামলা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ