Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধে বাধ্য করা হলে প্রস্তুত : বিপিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করা হলে ভারত তার জন্য প্রস্তুত এবং পাকিস্তানকে তার মূল্য চোকাতে হবে। এভাবেই হুঁশিয়ারি দিলেন ভারতের স্থল সেনাপ্রধান বিপিন রাওয়াত। পাকিস্তানকে ইঙ্গিত দিয়ে মঙ্গলবার দিল্লিতে ৭১ তম সেনা দিবসে উপস্থিত থেকে সেনাপ্রধান বলেন, আমাদের পশ্চিম প্রান্তের প্রতিবেশি রাষ্ট্র সন্ত্রাসবাদীদের নিরলস সমর্থন জুগিয়ে যাচ্ছে। যদি আমাদের দেশকে যুদ্ধের মতো পরিস্থিতির মধ্যে পড়তে হয় তবে আমাদেরই চূড়ান্ত জয় হবে।’ পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে সেনাপ্রধান বলেন, আমি শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে বলতে চাই যে, আমাদের দেশের বিরুদ্ধে তারা যে ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তার জবাবে কঠোর পদক্ষেপ নিতে আমরা কোন ইতঃস্তত বোধ করবো না। আমাদের প্রতিবেশি রাষ্ট্রটি কেবলমাত্র সন্ত্রাসবাদে মদদ দিয়েই চুপ করে থাকছে না, জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ, অর্থ সহায়তা করে আসছে। ওই রাষ্ট্রটিকে (পাকিস্তান) সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলির তালিকাভুক্ত করা হয়েছে।’ ভবিষ্যতে নিরাপত্তা মোকাবিলা করাটা যে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে সেকথা স্বীকার করে বিপিন রাওয়াত বলেন, যে কোন বিপদের মোকাবিলা করতে আমাদের পেশাদারি দক্ষতা বাড়ানোর প্রয়োজন আছে। এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ