Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পুলিশের এসআই পরিচয়দানকারী দুই প্রতারক আটক

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ৬:০৭ পিএম

সাভারে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বুধবার সকালে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তৈয়ব বাদি হয়ে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
আটক মনিরুল ইসলাম (২৮) সাতক্ষীরার দেবহাটা থানার ছুটিপুর গ্রামের মোবারক গাজীর ছেলে ও কেরামুন হোসেন গাজী ওরফে গাজী সম্রাট (৩০) যশোরের মনিরামপুর থানার ভরতগাজী গ্রামের সাত্তার গাজীর ছেলে। তারা সাভার পৌর এলাকার রাজাশনের ঈদগাহ মাঠের সংলগ্ন একটি বাসায় বসবাস করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার আ:ছামাদ মেম্বারের বাড়ির পাশে ওই দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলো । এসময় স্থানীয়রা ওই কথিত দুই পুলিশ পরিচয় দানকারীদের নিকট স্থানীয়রা পরিচয়পত্র দেখতে চায় । এসময় ঐ দুই ব্যক্তি পুলিশের ভুয়া পরিচয়পত্র দেখালে স্থানীদের সন্দেহ হলে তাদের আটকে রাখে।
পরে সাভার মডেল থানার টহল পুলিশ ঘটনা জানতে পেরে ওই ভুয়া দুই পুলিশ সদস্যকে আটক করে । সাভার মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ^াস জানান, ভুয়া দুই পুলিশের নিকর্ট থেকে ভুয়া পরিচয়পত্র ও পুলিশের পোশাক পরিহিত ছবি উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তি বিভিন্ন সময় পুলিশের চাকুরি দেওয়ার কথা বলে ও বিভিন্ন কৌশলে সাধারণ জনগণের টাকা হাতিয়ে নিত বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারক আটক

২২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ