নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আইটিএফ এশিয়ান অনুর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে জিতেছেন মাহাদী হাসান আলভি, জুবায়েদ ও রুমান। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বালক এককে বাংলাদেশের মাহাদী হাসান আলভি কাজাখস্তানের সুলতান ইউনুসভকে, জুবায়েদ উৎস পাকিস্তানের হাসান আলীকে এবং মো. রুমান হোসেন আমিরালি ঘাভামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন। বালক দ্বৈতের খেলায় বাংলাদেশের মাহাদী হাসান আলভি ও জুবায়েদ উৎস জুটি পাকিস্তানের মুহাম্মদ হুজাইফা খান ও হাসান আলী জুটিকে এবং বাংলাদেশের মো. রুমান হোসেন ও পাকিস্তানের হামিদ ইসরার গুল জুটি কাজাখস্তানের তামিলান বেকডাইদেভ ও ইনসার কারিবভকভকে হারায়। বালিকা এককে বাংলাদেশের মাসফিয়া আফরিন নেপালের ঈশা শ্রী শাহ, সুবর্ণা খাতুন মঙ্গোলিয়ার মারতা চগসোকাভ এবং সাদিয়া আফরিন হেরে যান মঙ্গোলিয়ার মারালগো চগসোমাজভের কাছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।