রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার বেতাগী উপজেলার দেশান্তরকাঠীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ২০১৯ মুজাহিদ কমিটি বিবিচিনি ইউনিয়ন শাখার উদ্যোগে গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
বিবিচিনি ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মো. চুন্নু সিকদারের সভাপতিত্বে দেশান্তরকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বয়ান করেন, চরমোনাইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এ সময় তিনি বলেছেন, ‘হিংসা, বিদ্ধেষ ও সকল ভেদাভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঈমান-আকিদা রক্ষা করতে হবে।’
বিশেষ অতিথির বয়ান করেন, ঢাকার কামরাঙ্গীরচর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রহমান।
উপস্থিত ছিলেন, মুজাহিদ কমিটির বরগুনা জেলা শাখার সভাপতি মৌলভী আব্দুল খালেক, সাধারন সম্পাদক মাওলানা আবু হানিফ, ইসলামী আন্দোলন বেতাগী শাখার সভাপতি মাওলানা ইউসুফ আলী, মুজাহিদ কমিটির উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের, মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদাসহ ইসলামী আন্দোলন ও মুজাহিদ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।