Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:২৮ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ী এলাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে সদর থানার উপ-পরিদর্শক আব্বাস আলী জানান।
নিহত দানেশ রায় (৪০) সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও গ্রামের ছুটরায়ের ছেলে। আহত সুবল রায় (৪২) একই গ্রামের গোপাল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই আব্বাস বলেন, দুই বন্ধু দানেশ ও সুবল দিনাজপুরের বীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিলেন।
“ছোট খোচাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার উপর পড়ে যায়। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।”
বাস চাপায় ঘটনাস্থলেই দানেশের মৃত্যু হয়। আহত সুবলকে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
এসআই আব্বাস বলেন, বাসটি পুলিশ শনাক্ত করতে পারেনি। তবে স্থানীয়রা বাবলু এন্টারপ্রাইজের একটি বাসের কথা বলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ