Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

ট্রাকচাপায় শিশুর মৃত্যু :

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচাপায় এক বছরের শিশু নাবিলার মৃত্যুর ঘটনায় গেজেট না হওয়া আইনে মামলা করায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। মামলার তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে আগামী ২০ জানুয়ারি রোববার সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে বলে ইনিিকলাবকে জানিযেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল হালিম। তিনি জানান, এ সংক্রান্ত এক আবেদনের শুনানিতে তদন্ত কর্মকর্তাকে তলব করে রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। ১৩ জানুয়ারী নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন জমা দেয়ার পর রিটকারীর আইনজীবী কয়েকটি বিষয় আদালতের নজরে আনেন। বিষয়গুলো হলো- প্রতিবেদনে ট্রাকের মালিকের নাম, ঠিকানা স্পষ্ট না করা, ট্রাক ড্রাইভারের লাইসেন্স না থাকা, ড্রাইভারকে গ্রেফতার বলা হলেও এখন জামিনে আছেন কি না স্পষ্ট না করা ও গেজেট না হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০৫ ধারায় মামলা করা। পরে আইনের গেজেট প্রকাশের বিষয়ে নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদেশ দেন আদালত। এর আগে গত বছরের ১৯ নভেম্বর এ ঘটনায় রুল জারি করেছিলেন হাইকোর্ট।
প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর এক বছরের শিশু নাবিলা তার মায়ের সঙ্গে রিকশাযোগে নিউমার্কেট থেকে মোহাম্মদপুর যাওয়ার পথে আসাদ গেটের কাছে একটি ট্রাক তাদের রিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। তখন শিশু নাবিলা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু

৫ ডিসেম্বর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ